chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞে দেশ এগিয়ে যাচ্ছে : এমপি মোছলেম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বোয়ালখালীতে এক সভায় বলেছেন, একটি দেশের উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশের জনসাধারণের জীবন ধারনের গতিধারাকে দ্রত এগিয়ে নিতে সহায়ক। এ লক্ষ্যে শেখ হাসিনা সরকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সচেষ্ট। জেলা পর্যায়ে তিন লেইন, চার লেইন সড়কসহ, ওভারব্রীজ, উড়াল সড়ক, পাতাল রেল প্রভৃতি আজ দৃশ্যমান হওয়ায় জনগণ সুফল পাওয়া শুরু করেছে। একই সাথে গ্রামীন সড়ক নির্মাণেও বিভিন্ন মন্ত্রণালয় পরিকল্পিত ভাবে কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হতে যাচ্ছে। তিনি বোয়ালখালী উপজেলায় চলমান প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রæত পরিসমাপ্তির জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, টিকাদার ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন।

রোববার (২৪ অক্টোবর) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ায় মানুষের জীবনমান বদলে যাচ্ছে। পশ্চাদপদ গ্রামের মানুষ এখন সরকারের ডিজিটাল সুবিধার আওতায় আসায় তাদের সচেতনতা ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে যা কুসংস্কার বর্জন করে বদলে যাওয়া পৃথিবীর সাথে নিজেদের একাত্মতা প্রকাশে সহায়তা করবে। সভায় সভাপতিত্বে করেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শফিউল আজম, কাউন্সিলর মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর সিরাজুল হক, কাউন্সিলর শেখ আরিফুদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল ঘোষ, কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, কাউন্সিলর হাজী মো. নাছের আলী, কাউন্সিলর মাহমুদুল হক, কাউন্সিলর মো. পারভেজ, কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা মনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইদা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন নিলু, এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, নুরুল আবছার, দিদারুল আলম, অধ্যাপক আবু নাঈম, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসএএস/নচ

এই বিভাগের আরও খবর