chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের স্বাদ পেতে রোববার (২৪ অক্টোবর) চলতি আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। শারজা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচ টস হেরে আগে ব্যাটিং পেয়েছে টাইগাররা।

এদিন টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বদলে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এই একটি পরিবর্তন নিয়েই ইতিহাস গড়ার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল।

লঙ্কান একাদশেও আছে একটি পরিবর্তন। দলটির রহস্যময় স্পিনার মাহিশ থিকসানার ইনজুরিজনিত কারণে একাদশভুক্ত হয়েছেন পেসার বিনুরা ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (কীপার), শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্তা চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।

এন-কে

এই বিভাগের আরও খবর