chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর সীমান্তের কাছে একটি চেকপোস্টে পুলিশের সঙ্গে অপরাধীচক্রের সংঘর্ষে এক পথচারীসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

উত্তরাঞ্চলীয় রাজ্য তামুলিপাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন শহর মাতামোরোসে সেনা ও পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে একটি গাড়িকে আটকানোর চেষ্টা করে।

এসময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে অপরাধীচক্রের সদস্যরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এতে চারজন নিহত হয়, এদের মধ্যে তিনজনই অপরাধীচক্রের সদস্য।

এক সপ্তাহের ব্যবধানে এটি সবচেয়ে বড় ঘটনা মাতামোরোসে।

২০১৯ সালের পর থেকে চলতি বছর মার্চ মাস পর্যন্ত মাতামোরোস অভিবাসনপ্রত্যাশীদের একটি আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। এটি নিয়ে কঠোর সমালোচনা রয়েছে যে, অপরাধপ্রবণ সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের।

এন-কে

এই বিভাগের আরও খবর