chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পূজামণ্ডপে কোরআন রাখা ইকবাল গ্রেফতার

ডেস্ক নিউজ: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে কলাতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তাকে কক্সবাজারের থেকে কুমিল্লা নেওয়া হচ্ছে।

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।

পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুই জন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে।

 

 

 

এই বিভাগের আরও খবর