chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইলিশ শিকারিদের হামলায় নিখোঁজ এক কোস্টগার্ড সদস্য

ডেস্ক নিউজ: বরিশালের হিজলা উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষায় গভীর রাতে বের হওয়া কোস্টগার্ডের অভিযানের ট্রলারে হামলা চালিয়েছে ইলিশ শিকারিরা। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পারভেজ নামে একজন কোস্টগার্ড সদস্য।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজারসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চালাচ্ছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্টগার্ড এ বিষয়ে এখনো কিছু জানায়নি গণমাধ্যমকে।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। গভীর রাতে হিজলা গৌরবদীর চরকিল্লা এলাকায় একদল জেলের ইলিশ শিকারের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন তারা।

ঘটনাস্থলে পৌঁছামাত্রই জেলেরা কোস্টগার্ডের ট্রলারে হামলা করে। এ সময় হামলার শিকার কোস্টগার্ডের দুজন সদস্য মেঘনা নদীতে পড়ে যান। এদের মধ্যে একজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে নিখোঁজ হয়ে যান। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করছেন কোস্টগার্ডের ডুবুরিরা।

এ বিষয়ে কোস্টগার্ডের হিজলা জোনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে যারা রয়েছেন, এ বিষয়ে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, কোস্টগার্ডের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার ঘটনা সত্য। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কিছু বলছে না। তবে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর