chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন শক্তিশালী চিপ উন্মোচন করলো অ্যাপল

প্রযুক্তি ডেস্ক: নতুন একটি শক্তিশালী চিপ উম্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। যা ম্যাকবুক ল্যাপটপের নতুন সংস্করণে থাকছে। চিপগুলো হলো ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’।

অ্যাপল এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন প্রতিষ্ঠানটি দাবি করেছিল যে বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে অ্যাপল তার আইফোন ও কম্পিউটার লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কমিয়েছে।

গতকাল সোমবার অ্যাপল তাদের ওয়েবসাইটে বলে, ‘আজ নতুন চিপ ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’ দ্বারা চালিত ম্যাকবুক প্রো উন্মোচন করা হয়েছে।’

এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ডিজাইনে প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনে। যাতে রয়েছে সিলিকন চিপ। তার এক বছরের মাথায় নতুন চিপের ঘোষণা দিল অ্যাপল।

প্রযুক্তি শিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া অ্যাপলের নতুন চিপের বিষয়ে বলেন, ‘এগুলোর পারফরম্যান্স বেশ উন্নত।’

অ্যাপল দাবি করছে, তাদের নতুন চিপগুলো বর্তমানের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ‘৮ কোর’ এর কম্পিউটার থেকে ১ দশমিক ৭ শতাংশ বেশি গতি দেবে। এগুলো গেমের জন্য দুর্দান্ত। তবে তাদের এই দাবি নিয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর