chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা নদীতে অভিযান : এক হাজার মিটার জাল জব্দ

ডেস্ক নিউজ: চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় এক হাজার মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদ পেয়ে সোমবার (১৮ অক্টোবর) রাত ১টার সময় উপজেলার গড়দুয়ারার নয়াহাট ঘাট থেকে রামদাস মুন্সিরহাট পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। তিনি বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

একশ্রেণির অসাধু ও মৎস্য লোভী লোক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে জাল দিয়ে মাছ শিকার করছে, গোপনে এমন খবর পেয়ে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ শিকারের সময় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চখ/

এই বিভাগের আরও খবর