chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএফআরআই-এ শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক সোমবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বিএফআরআই মিলনায়তনে সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার-এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় ‘শেখ রাসেলের গল্প’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএফআরআই-এর বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম, ড. আ.স.ম. হেলাল উদ্দীন আহমেদ সিদ্দীকি, মো. গোলাম মওলা, সিনিয়র রিসার্চ অফিসার মো. জহিরুল আলম এবং রেফ্রিজারেটর মেকানিক আনেয়ারুল ইসলাম।

সভাপতির বক্তব্যের পর দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভাটি সঞ্চালনা করেন বিএফআরআই-এর পাবলিসিটি অফিসার এয়াকুব আলী।

এসএএস/এমআই

Loading...