chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ওয়াসায় শেখ রাসেলের জন্মদিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৮তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সোমবার পালিত কর্মসূচির মধ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা শেখ রাসেল এর জীবনী ও পারিপার্শ্বিক বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহের ফেরদৗস।

জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলার সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...