chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানে ইমরানবিরোধী বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক: মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মার্দান চ্যাপ্টার বিক্ষোভ করেছে।

বিক্ষোভে নেতৃত্ব দেন পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নবাবজাদা খাজা মোহাম্মদ খান হোতি। খাজা হোতির বাসভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জনসমাবেশে পরিণত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইমরান খান ও দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এতে বক্তব্য দিতে গিয়ে বিরাজমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য খাজা হোতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেন।

তিনি বলেন, ঘিয়ের কেজি যেখানে ৪০ রুপি ছিল, তা এখন কেজিতে ১০৯ রুপিতে পৌঁছেছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া মূল্যস্ফীতি ও বেকারত্বের প্রতিবাদেও আলাদা একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

এই সমাবেশ থেকে বলা হয়, পরিবর্তন অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতায় এসেছে পিটিআই সরকার। কিন্তু উল্টো অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর