chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১৪ জনে

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩১৪ জনে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৪৩ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের তিনজন এবং উপজেলার দুজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরণ হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন করে মোট পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ১১৫ জনে।

 

 

এই বিভাগের আরও খবর
Loading...