chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ফের ছাত্রলীগের দুগ্রুপের মারামারি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব ঘটনার জের ধরে আবারও ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহ আমানত ও শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়।

আহত দুই জন হলে শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি আল আমিন রিমন ও ভাষাবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদ নাইম।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দু’পক্ষই পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ অব্যাহত রেখেছে। পরিস্থিতি শান্ত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিবাদমান ছাত্রলীগের গ্রুপ দুইটি হচ্ছে বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসি। এর মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিহাব আরমান মানিক নামে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে পরেরদিন শুক্রবার জুমার পর সিক্সটি নাইনের আরও দুই কর্মীকে কুপিয়ে আহত করে সিএফসি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ শান্ত করার চেষ্টা করছে।

এনএনআর/চখ/এমআই

এই বিভাগের আরও খবর