chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে চবি ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃদেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্বরণ চত্বর (জিরো পয়েন্ট) হয়ে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী হল মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সৈয়দ মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক অর্থ সম্পাদক এস.এম. জাহেদুল আওয়াল সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন যখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বার্থক বাস্তবায়নের পথে, ঠিক তখনই সাম্প্রদায়িকতার কালো থাবা দিয়ে আবারো দেশব্যাপী দাঙ্গাহাঙ্গামা শুরু করেছে একাত্তরের পরাজিত শক্তি। তাই বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে অনলাইন এবং অফলাইনে সজাগ দৃষ্টি রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ, সাবেক সিনিয়র সহ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাবেক উপ আইন সম্পাদক গোলাম মোস্তফা সুমন, সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন, সৈকত দত্ত।

এনএনআর/চখ

এই বিভাগের আরও খবর