chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারারা ফুটবল খেলার সময় বজ্রাঘাতে তরুণের মৃত্যু

 আহত ৫

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারার সাগরের পাশের চরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফোরকান (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচজন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গলাকাটা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ফোরকান উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী হাট এলাকার আশু বাড়ীর মো. ইউছুপের ছেলে।

আহতরা হলেন – একই এলাকার মো. রাসেল (১৫), আরমান (১৫), রাকিব (১৪), হুমায়ুন (১৫) ও আশিক (১৬)।

প্রত্যক্ষদর্শী মো. সাব্বির বলেন, বিকালে চরে খেলার সময় হঠাৎ বজ্রসহ ঝড়-বৃষ্টি নেমে আসে। তখনও তারা খেলছে আমি বেঁড়িবাধের উপর একটি টং দোকানে বসে তাদের খেলা দেখছি। হঠাৎ বিকট শব্দে বজ্রাঘাতে ফোরকানের মৃত্যু হয়। আরও পাঁচজন খেলোয়াড় বিকট শব্দে অজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে আমরা স্থানীয়রা তাদেরকে একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানের ডাক্তার ফোরকানকে মৃত বলে ঘোষণা করে। বাকি পাঁচজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শুনে আমি সঙ্গে সঙ্গে চরে গিয়েছি। ফোরকানের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। বাকি পাঁচজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে।

এদিকে জাহানার বেগম (৫৫) নামের এক নারীও আজ বজ্রাঘাতে আহত হয়েছেন। জাহানারা রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর