chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ

মৎস্য আইন অনুযায়ী প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ভাটা হলেই কর্ণফুলী নদীতে কোমরপানিতে নেমে চিংড়ি পোনা ধরেন অনেক মৎস্যজীবী। প্রতিদিন নির্বিঘ্নে মশারি জাল দিয়ে চিংড়ি পোনা ধরেন তাঁরা।

কর্ণফুলীতে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ
কর্ণফুলী নদীর দু’পাড়ে চলছে চিংড়ির পোনা ধরার মহোৎসব। চিংড়ি পোনা স্বীকার করতে গিয়ে প্রতিদিন মেরে ফেলছে বিভিন্ন প্রজাতির লাখ লাখ মাছের পোনা। ছবিটি ১৫ নং ঘাট এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

এইদিকে জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী একদিনেই জালে ধরা পড়ছে বিভিন্ন মাছের লাখো পোনা। তবে শুধু চিংড়িপোনা রেখে বাকি সব পোনা ফেলে দেওয়া হয়।  একজন জেলে ৩০০ চিংড়ি ধরে ফেলে দেন বিভিন্ন প্রজাতির ৬০০ পোনা।

কর্ণফুলীতে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ
মাছের পোনা আহরণের ফলে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। এরই মধ্যে কর্ণফুলী থেকে বিলুপ্ত হয়েছে অনেক প্রজাতির মাছ। ছবিটি ১৫ নং ঘাট এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

মৎস্য বিজ্ঞানীরা বলছেন, চিংড়ির একটি পোনা ধরে জেলেরা প্রতিদিন নষ্ট করছে কমপক্ষে ১৫ প্রজাতির পোনা। এভাবে চলতে থাকলে কর্ণফুলী একদিন  মাছশূন্য হতে যেতে পারে।  তবে মাছ ধরা বন্ধে দৃশ্যত কোনো পদক্ষেপ নেই  মৎস্য অধিদপ্তরের।

চখ

এই বিভাগের আরও খবর