chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ালো সিএমপি

করোনা ভাইরাস ঠেকাতে চট্টগ্রামে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি )

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ঘরে থাকা মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যসহ জরুরি ওষুধ পৌছে দিচ্ছে নগরবাসীর দৌড় গোড়ায় । করোনা ভাইরাস নামক মহামারি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দিন – রাত মাঠপর্যায়ে কাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী।

এই মহামারি মোকাবিলায় সরকারের দেয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হতদরিদ্রদের সাহায্য চালিয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠান।

মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ালো সিএমপি

Posted by The Daily Chattolar Khabor on Wednesday, April 8, 2020

এ দূর্ভোগে কর্মহীন হয়ে যাওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন। লোকলজ্জার কারণে তারা তা কারও কাছে প্রকাশ করতে পারছেন না।

এমন অবস্থায় মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তাদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সিএমপি কমিশনারের পক্ষ থেকে মধ্যবিত্তদের বাসায় তাঁদের আত্ম সম্মান অক্ষুন্ন রেখে প্রেরণ করা হবে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

সিএমপি তাদের জন্য হটলাই চালু করেছে আলাদা ভাবে। এসব নাম্বারে কেউ কল কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে তাদের পরিচয় গোপন রেখে সিএমপির সহায়তাটিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেবে। এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

এই বিভাগের আরও খবর