chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের গোলাগুলির ঘটনায় সংস্থাটির তিনজন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে একজন হামলাকারী কর্মীও রয়েছেন। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের এ ঘটনা ঘটেছে। খবর এএফপি।

হামলাকারী ডাক বিভাগের ওই কর্মী নিজের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

প্রদেশটির মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) এই গুলির ঘটনা ঘটে। এতে দুই কর্মী নিহত হয়। এ ঘটনায় নিহত তিন ব্যক্তিই ডাক বিভাগেরই কর্মী ছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের পরিদর্শক সুসান লিংক।

এফবিআই’র স্থানীয় কার্যলয়ের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু করছে এফবিআই। ডাক বিভাগে উদ্ধার করা তিন কর্মীর মরদেহের মধ্যে হামলাকারীর লাশ রয়েছে। হামলাকারী নিজের ছোড়া গুলিতেই মারা গেছেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ জানিয়েছে, মেমফিসে’র ঘটনায় ডাক বিভাগ শোকাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর