chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফুটপাত তুমি কার?

যানজট মুক্ত রাখার জন্য পুলিশ বক্সের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

ফুটপাত তুমি কার
ছবিটি নগরীর কদমতলী ডিটি রোড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

কিন্ত সড়কের দু পাশে সারি সারি মোটরসাইকেলের দখলে চলে গেছে সড়কের অর্ধেক অংশ।

ফুটপাত তুমি কার
ছবিটি নগরীর কদমতলী ডিটি রোড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

ফুটপাতে দোকানের মালামাল ও সিঁড়ির কারণে হাঁটার জো নেই পথচারীর। বাধ্য হয়ে রাস্তায় চলাচল করে মানুষ। ফলে সংকুচিত সড়কটিতে দীর্ঘ যানজট লেগেই থাকে।

ফুটপাত তুমি কার
ছবিটি নগরীর কদমতলী ডিটি রোড এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

কবে নাগাদ এসব অবৈধ দখল হতে মুক্ত হবে রাস্তা ও ফুটপাত এই প্রশ্ন জনসাধারণের।

এই বিভাগের আরও খবর