chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশ এখন শুধু আধুনিক নয়, মানবিকও: মন্ত্রী

ডেস্ক নিউজ: ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পুলিশ এখন অনেক পরিবর্তন হয়েছে।’

‘২৫ মার্চের কালরাতে পুলিশই প্রথম আক্রমণের শিকার হয় ও জীবন দেয়। পুলিশের অস্ত্র দিয়েই আমরা প্রথম যুদ্ধ শুরু করি। পুলিশ এখন শুধু আধুনিক পুলিশ নয়, মানবিকও।’

আজ শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা থানা ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দোয়ায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, করোনাসহ সব কিছু আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমাদের সব অর্জনের পেছনে রয়েছেন শেখ হাসিনা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের প্রজন্মকে আমরা জঙ্গিবাদ থেকে যেভাবে রক্ষা করেছি, তেমনিভাবে মাদক থেকেও রক্ষা করতে হবে। নতুবা সমাজ নষ্ট হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর