chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সশরীরে পরীক্ষার দাবিতে আন্দোলনে যাচ্ছে চুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা বয়কট ঘোষণা করেছে। তাদের দাবি ১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থায় অনলাইনে পরীক্ষা দিতে রাজি নয়।

আগামী ২০ অক্টোবর হল খোলার পর পরীক্ষা সশরীরে নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি মানা না হলে বড় আন্দোলনে যাবে ১৮ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে ১৯ ব্যাচের শিক্ষার্থীরাও যোগ দিবেন বলে জানা গেছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা কোন অবস্থায় অনলাইনে পরীক্ষা দিতে রাজি নয়। কারণ বর্তমানে করোনা পরিস্থিতি আগের তুলনায় কমে এসেছে। এরপর বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ আমাদের সরাসরি পরীক্ষা নিতে চাই না।

তাই আগামী ১০ অক্টোবর ১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকাল ৯টা থেকে তাদের অধিকার আদায় করার জন্য আন্দোলনে নামবে বলে জানিয়েছে। তারা জানান, আগামী রোববার ক্যাম্পাসে আমাদের আন্দোলন শুরু হবে। এরপর ২০ অক্টোবর থেকে আমাদের আন্দোলন চলবে।

১৭ অক্টোবরের পরীক্ষাও বর্জন করেছেন তারা। তাদের একটাই দাবি, অনলাইনে নয় অফলাইনে পরীক্ষা দিতে চায় ১৮ ব্যাচের শিক্ষার্থীরা।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর