chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারত ভ্রমণ ভিসা দিবে ১৫ অক্টোবর

ডেস্ক নিউজ: করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানাগেছে, চাটার্ড বিমানে যারা ভারতে আসবেন তাদের আগে ভিসা দেওয়া হবে। ১৫ অক্টোবর থেকেই ভিসা পাবেন তারা।

এরপর দ্বিতীয় ধাপে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে সাধারণ ভিসার মাধ্যমে ভারতে আসতে পারবেন বিদেশি পর্যটকরা।

দেশটির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান সংস্থাগুলি যাতে বিদেশি যাত্রীদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলে।

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতেই কড়া ব্যবস্থা নিয়েছিল দেশটি। এর অংশ হিসাবে বাতিল করা হয়েছিল ভ্রমণ ভিসা দেয়া।

তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কয়েকদিন আগে প্রথমে ভ্রমণ ভিসা বাদে অন্য যেকোন ভিসা দেয়া শুরু করেছিল দেশটি।

বৃহস্পতিবার এ ক্ষেত্রেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার।

তবে এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর