chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

ডেস্ক নিউজ: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার ভোরে মেসি-ডি মারিয়াদের জিততে দেয়নি প্যারাগুয়ে। পয়েন্ট হারিয়ে ফিরছে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে দারুণ খেলেও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে।

যদিও ম্যাচের ৭০ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার কাছে। অন টার্গেটে ১৪টি শটও নিয়েছিল তারা। তার মধ্যে ৮টি ছিল গোলমুখে। অন্যদিকে প্যারাগুয়ে অন টার্গেটে শট নিয়েছিল ১০টি। তার মধ্যে ৩টি ছিল গোল মুখে।

তাতে অবশ্য লাতিন টেবিলে নড়চড় হয়নি। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৭ পয়েন্টে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ করে বেশি খেলে সমান ১৬ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে তিনে ইকুয়েডর ও চারে আছে উরুগুয়ে।

অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। আর্জেন্টিনা তাদের ঘরের মাঠে খেলবে পরবর্তী দুটি ম্যাচ। প্রতিপক্ষ উরুগুয়ের সাথে খেলবে ১০ অক্টোবর, আর ১৪ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু।

এই বিভাগের আরও খবর