chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গা সৈকতে ডুবলো স্ক্র্যাপ বোঝাই লাইটার জাহাজ

নিজস্ব প্রতিবেদক : পতেঙ্গা সৈকতে মাল বোঝাই ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় তীর থেকে লাইটার জাহাজে পারাপারের বোটে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন ডুবন্ত জাহাজটির ১৩ নাবিক।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা পৌন ১২টার দিকে পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি বলেন, এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে প্রায় ২ হাজার টন আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে গেছে।
তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। জাহাজটির বিপদ দেখে পারাপারের একটি বোট গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে দেশি-বিদেশি জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরে দুর্ঘটনাকবলিত হয়েছে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।
এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর