chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একাধিক জন্মসনদ ও রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে সতর্ক হতে হবে

নিজস্ব প্রতিবেদক: একাধিক জন্মসনদ এবং রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

তিনি বলেন, ২০৩০ সালে এসডিজি পূরণে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে আলোচনায় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সহযোগিতা করে ইউনিসেফ। এবারের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’।

বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জন্ম একবার এবং মৃত্যুও একবার। সে হিসেবে জন্ম ও মৃত্যু সনদ একবারই হবে। দেশের সকল নাগরিকের জন্ম-মৃত্যু সনদের আওতায় আসলে জনসংখ্যা ও পরিসংখ্যান হিসাব করতে এবং ভোটার তালিকা প্রস্তুতে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে রাজশাহী বিভাগ।

আরকে/এমআই

Loading...