chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাত মাস পর দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী

চট্টলা ডেস্ক: প্রায় ছয় মাস পর দলীয় কার্যালয়ে অফিস করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর নয়া পল্টনের দলের কেন্দ্রীয় অফিসে ঢুকেন।

সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে এসেছিলেন রিজভী। ওই দিনই রিপোর্টে করোনা পজিটিভ আসলে তিনি স্কয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে।

পরে ৯ মে করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর বাসায় ফেরেন রিজভী। তবে, সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে হয় আরও কিছুদিন।

প্রসঙ্গত রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় দফতরের সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তার জায়গায় দায়িত্ব পালন করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর