chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র‍্যাবের গোয়েন্দা শাখা নতুন প্রধান মশিউর রহমান

ডেস্ক নিউজ: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে যোগ দিয়েছেন লে. কর্নেল মোঃ মশিউর রহমান। গত সোমবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত সোমবার র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মশিউর রহমান। লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। শান্তিরক্ষী মিশনে যাওয়ার কথা রয়েছে খায়রুল ইসলামের। এর আগে র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন মশিউর রহমান।

এই বিভাগের আরও খবর
Loading...