chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩২টি স্কুল টিম খেলবে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আড়ম্বর পরিবেশে উৎযাপনের লক্ষে নগরের ৩২ টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট-২১’।

আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী টুনার্মেন্টের উদ্বোধন করবেন। চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের তত্বাবধানে থাকছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) দুপুরে মহানগরীর ক্রীড়া সংস্থার কনফারেন্সে রুমে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের করা হয়। এসময় চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ- পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবঙ্গুর শতবার্ষিকীতে তাঁর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং শেখ রাসেলের জন্মদিন আড়ম্বর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী (৬ অক্টোবর) ‘ক’ গ্রুপের নাসিরাবাদ সরকারি স্কুল ও সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মধ্য দিয়ে ১২ দিন ব্যাপি টুর্নামেন্টে শুরু হবে।

নগরের দামপাড়ার এস এ এফ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি স্কুলের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। টুর্নামেন্টে মেট্টোপলিটনের আয়তাভুক্ত সকল থানার স্কুল অংগ্রহণের অনুমতি পাবে। পিইসি, জিইসি, দশম ও এসএসসি পরীক্ষার্থীরা খেলার সুযোগ পাবেন। খোলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি পূর্দশন করে টুর্নামেন্টে তালিকাভুক্ত হতে হবে।

প্রতি দলে ১৮ জন খেলোয়াড় তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকছে। এসব খেলোয়াড়দের আয়োজন কমিটির পক্ষ থেকে উপহার হিসাবে জার্সি দেওয়া হবে। প্রথম রাউন্ডে ৩২টি স্কুল ৮ গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরকে মুখোমুখি হবে। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালনের মধ্যে দিয়ে ১৮ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

দামপাড়া এস এ এফ, পি ও এম, মনছুরাবাদ পুলিশ লাইন্যান্স ও বন্দর হাই স্কুল মাঠে এসব ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবলে সর্বোচ্চ সংস্থা (ফিফা) বিধি অনুযায়ী স্থানীয় ও জাতীয় পর্যায়ের রেফারি ও সহকারি রেফারীদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থার একজন আহ্বায়ক ও ছয় জন সদস্য থাকছে শৃঙ্খলা কমিটিতে।

বুট ও সিনগার্ড পরে খেলোয়াড়দের মাঠে নামতে হবে। গ্রুপ পর্বে ‘ক’ গ্রুপে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়, সেন্ট্রোল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ‘খ’ গ্রুপে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুল, আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ‘গ’ গ্রুপে টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুল, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালার পোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, ‘ঘ’ গ্রুপে পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়, একাডেমি ল্যাবরেটরি স্কুল, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, ‘ঙ’ গ্রুপে বারিক মিঞ্চা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়।

‘চ’ গ্রুপে মাইজপাড়া কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুল, হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয় স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, ‘ছ’ গ্রুপে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ, জে. এম. সেন স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ‘জ’ গ্রুপে এ. এল. খান উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, মেরিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ পরস্পরের মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ফুটবল ফুটবল কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, শামিম আজাদ খোকন, মহানগরীর ক্রীড়া সংস্থার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ, যুগ্মসম্পাদক ইবাদুল হক লিলু, মাহমুদুল আনম মুকুল নির্বাহী সদস্য কাউসার মিজান, নেওয়াজ মোহাম্মদ খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর