chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘খ’ ইউনিটের পরীক্ষা।

শনিবার (২ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে সাড়ে ১২ টা পর্যন্ত। এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে অংশ নিচ্ছেন ২ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে পরীক্ষা নেওয়া হচ্ছে।

চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের টিম কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম বিভাগের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে চবি ক্যাম্পাসে ১১ হাজার ২১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৮ হাজার ৭০০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর