chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইনজুরি শঙ্কায় স্কোয়াডে খেলোয়াড় বাড়ালো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের জন্য আগেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।

বৃহস্পতিবার রাতে সেই স্কোয়াডে আরও এক খেলোয়াড় যোগ করেছেন তিনি।

সেভিয়ার হয়ে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার মার্কোস আকুনা। তাকে বাছাইয়ের ম্যাচগুলোতে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এই কারণে ব্যাকআপ হিসেবে ২২ বছর বয়সী ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে দলে নেয়া হয়েছে।

দলে ডাক পাওয়ার খবরটি কোনো ফোনকল বা বার্তার মাধ্যমে পাননি মেদিনা। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের টুইটারে তাকে দলে নেওয়ার খবর জানানো হয়। সেটি দেখেই তিনি জানতে পারেন।

ক্লাব ফুটবলে বর্তমানে ফ্রান্সের ক্লাব লেন্সের হয়ে খেলছেন ২২ বছর বয়সী মেদিনা। চলতি বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও ছিলেন তিনি। এবার আসন্ন তিন ম্যাচেও মাঠে দেখা যেতে এ তরুণ ডিফেন্ডারকে।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ১১ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচে ১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু।

এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর