chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: আনোয়ারায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে বিএসটিআই ও থানা পুলিশের সদস্যরা।

অভিযানে উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি করায় ১০ হাজার টাকা, ৮নং চাতরী ইউনিয়নের চৌমহনী বাজারে সুইট কিং কে ৩০ হাজার এবং রুমি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর