chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ষড়যন্ত্রের উৎস দল থেকে হতে পারে: নাছির

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার অপচেষ্টা হয়েছে জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্রের উৎস দল থেকে হতে পারে। যেমনটি হয়েছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ক্ষেত্রেও।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে উপলক্ষে আলোচনায় সভায় অংশ নিয়ে সাবেক চসিক মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আ. লীগ আলোচনার সভার আয়োজন করে।

নাছির বলেন, ব্যক্তিস্বার্থ ও সুবিধাবাদী কাউকে কোনো অবস্থায় দলে স্থান দেওয়া হবে না। এমনকি লিয়াকত হত্যাকারীর সাথে সম্পৃক্তদের যারা দলে ঢুকতে চেষ্টা করছে তাদের আশ্রয়দানকারীদের ক্ষমা করা হবে না।

মহানগর আ. লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধরা বেঁচে আছি তাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদে রাখা।

সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, নানা অনাকাঙিক্ষত ঘটনার পরও জাতি হসিবে আমরা গর্বিত। এই গর্বের অংশ শেখ হাসিনা।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আ.লীগের সহসভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য এম এ জাফর, থানা আওয়ামী লীগের এ এস এম ইসলাম, মো. মঈনুদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মো. গিয়াস উদ্দিন, মো. জানে আলম, মিথুন বড়ুয়া।

মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আ. লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মো. শহিদুল আলম, নির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, অমল মিত্র, মহব্বত আলী খান, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজী ছিদ্দিক আলম, সাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক।

খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেটস্থ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব ফজল কবির।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর