chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে চবিতে দেড় হাজার মানুষকে টিকাদান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে যারা টিকার নিবন্ধন করেছেন শুধু তাদেরকে এ টিকা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের অফিসার ডা. আবু তৈয়ব বলেন, সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। এদিন ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে টিকা দেওয়া হয়েছে। চীনের তৈরি সিনোফার্ম (ভ্যারোসেল) টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা যাতে এখান থেকে নিতে পারে সেই ব্যবস্থাও করা হবে।

উদ্বোধনকালে চবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের ব্যবস্থা করেছি। শতভাগ টিকার আওতায় আনতে চেষ্টা করছি আমরা। যাতে করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে আমরা ফিরে যেতে পারি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকাগুলো দেওয়া হয়েছে। এরপর ইউজিসি ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের চাহিদা মোতাবেক টিকা আসলে নিয়মিত টিকা দেয়া শুরু হবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর