chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্যারাডাইস ও কল্যানী সুইটসকে ৭০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে মামলাসহ ৭০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এ ছাড়া ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় চার ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরের রিয়াজউদ্দিন বাজার ও পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান চালিয়ে নগরের রিয়াজউদ্দিন বাজার তিনপুলের মাথা এলাকায় প্যারাডাইস সুইটস ও কল্যানী সুইটসকে মামলা ছাড়াও ৭০ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় রাস্তা ও ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় চার ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে চসিকের কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর