জেলাভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবে সরকার- শিক্ষা উপমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:প্রযুক্তিগত জ্ঞানের প্রসারে জেলাভিত্তিক একটি করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দুদিন ব্যাপী ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক প্রদর্শনী আয়োজন করা হয়েছে। উপমন্ত্রী ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। বর্তমানে প্রযুক্তির ক্রমবিকাশ মানুষকে নতুন দিকে ধাবিত করছে। প্রযুক্তির উচ্চ শিক্ষার অংশ হিসেবে জেলাভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।
নওফেল বলেন, প্রথাগত ধ্যান-ধারণা বাইরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে গুণগত ধারার সূচনা করেছেন। প্রধানমন্ত্রীর রাজনীতিক বিচক্ষণতা বিশ্ব নেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন। সবাই আজ বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শুনতে চান। দল মত নির্বিশেষে রাজনীতিক অঙ্গণকে নতুনত্ব, চ্যালেঞ্জে নিয়ে গেছেন। ৭৫ সালের ১৫ আগস্টের দুঃসংবাদ সহ্য করে প্রবাসজীবন শেষে মানুষের কল্যাণে কাজ শুরু করেন। তিনি এসেই সাধারণ মানুষের জীবন জীবিকা সংগ্রাম শুরু করেছেন। করোনাকালীন সংকটে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেলেও আমাদের অর্থনীতি চাকা সচল রেখেছেন। দেশের উন্নয়নে নেওয়া মেগা প্রকল্পের কাজে চলমান রয়েছে। তাঁর কল্যাণেই আজ জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে গৌরর অর্জন করতে পেরেছি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন, দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সাবিহা মুসা, বোরহানুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক উপস্থিত ছিলেন।
এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য রেমন্ড আরেং। দুদিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
আরকে/