chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিভাসুর আবাসিক হল খুলছে ৫ অক্টোবর, সশরীরে ক্লাস শুরু ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর ¯স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হবে। তাদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

আগামী ১০ অক্টোবর সকল শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেয়া হবে আর ১৮ অক্টোবর থেকে সকল শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন।
তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অধিবেশনে বিভিন্ন অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসএএস/নচ

এই বিভাগের আরও খবর