চট্টগ্রামে এলো আড়াই লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এসেছে আরও ২ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভ্যাকসিন ভর্তি বিশেষ পরিবহনটি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজল রাব্বি বলেন, মঙ্গলবার সকালে গাজীপুরের বেক্সিমকো ওয়ার হাউজ থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব পরিবহনে ২ লাখ ৬০ হাজার ডোজ টিকা এসে পৌঁছায়। সব মিলিয়ে চট্টগ্রামে এ সপ্তাহে প্রায় ৬ লাখ সিনোফার্মের টিকা এসেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সকালে আসা চীনের তৈরি সিনোফার্মের এসব টিকা গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগতত্ত্ব) ডা. নুরুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য তত্ত্বাবধারক সুজন বড়ুয়াসহ প্রমুখ।
এসএএস/নচ