chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএফইউজের নির্বাচন স্থগিত

ডেস্ক নিউজ: ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

মঙ্গলবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস তার নাম ভোটার তালিকায় না পাওয়ায় নাম অন্তর্ভুক্ত করতে এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়

এই বিভাগের আরও খবর