chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডি ভিলিয়ার্স আউট হওয়ায় ছেলের ক্ষোভ!

খেলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আইপিএলে খেলছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি আসরের ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় বেঙ্গালুরু।

ওই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে খেলা এবি ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল তাদের সন্তানদের নিয়ে দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেন। ডি ভিলিয়ার্স ব্যাট হাতে নামার সময় পরিবারের সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

ইনিংসের ১৭তম ওভারে জসপ্রিত বুমরাহকে ছক্কা ও চার হাঁকান ডি ভিলিয়ার্স। এরপর বুমরাহর বলে উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডি ভিলিয়ার্স। এ দক্ষিণ আফ্রিকান ৬ বলে ১১ রান করে আউট হওয়ায় তার ওপর মেজাজ দেখায় ছেলে।

বাবাকে আউট হতে দেখেই ডি ভিলিয়ার্সের ছেলে রাগে চেয়ারে ঘুষি মারে। পরে ছেলেকে মেজাজ দেখাতে বারণ করেন ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর