chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাহরাইনে বন্দি অবস্থায় ৬০৭ শিশুকে নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইন কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশটিতে গত এক দশকে কারাগারে বন্দি অবস্থায় ৬০৭ শিশুকে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে।

ফাঁস হওয়া বিচারিক প্রতিবেদন এবং নির্যাতনের শিকার শিশুদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে এমন অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় শিশুদের শারীরিক নির্যাতন করতো কর্তৃপক্ষ। বাবা-মা এবং আইনজীবীদের অনুপস্থিতিতেই বেশিরভাগ সময় ওই শিশুদের জিজ্ঞাসাবাদ করা হতো। দেশটির পাবলিক প্রসিকিউশন অফিস নাম প্রকাশ না করার শর্তে জানায়, বাহরাইনের কারাগারে এখনো কমপক্ষে ১৫০ শিশু বন্দি রয়েছে।

অপরাধ প্রমাণ করার জন্য শিশুদের অনেক বক্তব্যকেই (তদন্ত সংস্থার তরফ থেকে) পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনকি জোর করে স্বীকারোক্তি নেওয়ার জন্য কর্তৃপক্ষ তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করতো।

জেলখানার দুঃসহ বন্দি জীবনের কথা জানিয়ে ১৬ বছর বয়সী এক কিশোর বলে, যাদের কারাগারে আনা হতো তাদের শিকল দিয়ে হাত-পা বেঁধে রাখা হতো। বন্দিদের পোশাক পরিবর্তনেরও কোনো সুযোগ দেওয়া হতো না।

জানা যায়, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১৯৩ শিশুকে কারাদণ্ড দেওয়া হয় বাহরাইনে। এ ছাড়া অনেককে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর