chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিআরবি রক্ষায় পুঁথি পাঠের আসর

নিজস্ব প্রতিবেদক: সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেকে পুঁথি পাঠের আসরের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) নাগরিক সমাজের মঞ্চে এ আসরের আয়োজন করা হয়।

পুঁথি পাঠের আসরে শিল্পী ও বক্তারা প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

পুঁথি পাঠ করেন দেশের জনপ্রিয় ফোক রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’২০১৯ সালের বিজয়ী নয়ন শীল।

বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সকলেই।

সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে। সিআরবি’তে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা হয়েছে, সেটি শুধুমাত্র ধনীদের স্বার্থ রক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থি প্রকল্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহ্ফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, সাবেক জাসদ নেতা বেলায়েত হোসেন, শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন কোহেল, কবি মুছা চৌধুরী, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, ফারুক তাহের, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি, হাসিনা আক্তার টুনু, ডাঃ আর কে দাশ রুবেল,লেখক দিলরুবা খানম, কবি মিনু মিত্র আওয়ামী লীগ নেতা তাপস দে, বিপ্লব কুমার শীল, আবদুল্লাহ আল তানিম চৌধুরী প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর