ছয় শিক্ষার্থী পেল ‘পুলিশ মেধাবৃত্তি ২০২০’
নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পুলিশে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও নন-পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের দামপাড়া সম্মেলন কক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী তুলে দেন।
প্রতি বছর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতিতের কারণে এ বছর সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদান করা হয়। ২০২০ সনের জন্য সিএমপি হতে ৬ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপপুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরকে/এমআই