chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সঙ্গীতাচার্য সুরেন্দ্রনাথকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিতে কাজ করব: রেজাউল 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সঙ্গীত এমন একটি শিল্প যা শুধু বিনোদনই নয়। এর সুর আর তাল হৃদয়কে পরিশুদ্ধ করে। মুক্তিযুদ্ধে সঙ্গীত আমাদের অন্তরে সশস্ত্র শক্তির জাগরণ করেছিল।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের পুরাতন টেলিগ্রাফ রোডের আর্য্যসঙ্গীত সমিতির সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, এই সঙ্গীতাঙ্গনের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ উপমহাদেশে বরণীয় একজন সঙ্গীত পুরোধা মনীষী। সুরেন্দ্রনাথ আকাশবাণী কলকাতার প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে চট্টগ্রামের গৌরব অর্জন করেছেন। তিনি তৎকালীন সময়ের সঙ্গীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খানসহ অনেকের কাছের মানুষ ছিলেন। এরা সকলেই আর্য্য সঙ্গীতে এসে এই মাটিকে ধন্য করেছেন।

‘কিন্তু বর্তমান প্রজন্ম এদের চেনে না, জানে না। দুঃখের বিষয় পৃষ্ঠপোষকতা, পরিচর্যা ও প্রণোদনার অভাবে প্রতিষ্ঠানটি কৌলিন্য হারিয়েছে। এই যন্ত্রণা প্রশমনে নগরে সঙ্গীতাচার্য সুরেন্দ্রনাথের নামে একটি সড়কের নামকরণ ছাড়াও আর্য্য সঙ্গীতকে রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে স্বীকৃতিতে অভিষিক্ত করতে কাজ করব।’

আর্য্যসঙ্গীত সমিতির অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক ওস্তাদ মিহির লালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী, কাউন্সিলর জহরলাল হাজারী, রুমকী সেনগুপ্ত, অ্যাড. শামসুল ইসলাম, শিল্পী শাহরিয়ার খালেদ, শাহ সেলিম খালেদ, মো. আবু ফরহাদ সাবু, কল্যাণ কান্তি নাথ ও কাজল দাশগুপ্ত প্রমুখ।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর