chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে বনবিভাগ।

গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আমিরাবাদ স্টেশন ও বার আউলিয়া কলেজ গেইট এর সামনে থেকে বাঁশ পাচারকালে এসব কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, তাদের কাছে গোপন তথ্য আসে ঢাকা থেকে বিপুল পরিমাণ বাঁশ নিয়ে একাধিক কাভার্ডভ্যান কক্সবাজারের দিকে আসছে।

পরে রবিবার রাতে লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। বাঁশ ও কাভার্ডভ্যানগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আরএস/এমআই