chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। চট্টগ্রামের বর্তমান সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিকে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক করা হয়েছে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একই আদেশে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১৩ নভেম্বর মন্ত্রণালয়ের সহকারী সচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর