চান্দগাঁওয়ে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও এলাকা থেকে ভুয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামসহ প্রদীপ দাস (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আজ সোমবার দুপুরে র্যাব-৭ জানায়, চান্দগাঁও এলাকার হাসেম টেলিকমে অভিযান চালনো হয়। সেখান থেকে তাকে আটক করা হয়। আটক প্রদীপ দাস পটিয়া থানার আজিমপুর এলাকার কাজল দাসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চান্দগাঁও এলাকার একটি দোকানের ভিতর প্রদীপ দাস তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে পালানোর সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএএস/জেএইচ/চখ