গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক মানসিক ভারসাম্যহীন নারীর
নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক অজ্ঞাত পরিচয়ের ভারসাম্যহীন নারীর।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।
কোতায়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, ঘাতক গাড়িটি ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেটি শনাক্তের চেষ্টা করছি। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। এরপর নিয়মিত মামলা দায়ের করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে চমেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
এসএএস/জেএইচ/চখ