বাবা হারালেন অভিনেত্রী শ্রীলেখা
বিনোদন ডেস্ক: মারা গেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
তবে বাবার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ফেসবুকে শুধুমাত্র দুটি শব্দ লিখেছেন শ্রীলেখা, ‘আমার বাবা’।
তবে স্থানীয় সংবাদমাধ্যমে মোবাইল বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তার বাবা আর নেই। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন তাকে।
এর আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনো দিন, কোনো পদক্ষেপে বাধা দেননি তিনি। বরং নিজের পেশায় অভিনেত্রী যাতে আরও উন্নতি করতে পারেন তার উৎসাহ জুগিয়েছেন। তার বাবাও ছিলেন একজন অভিনেতা।
জেএইচ/চখ