chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিজের বাইক পুড়িয়ে মামলার প্রতিবাদ এক সাংবাদিকের

ডেস্ক নিউজ : পরপর দুইটি মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান শওকত আলম সোহেল নামে এক ফ্রিল্যান্স সাংবাদিক। সেই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন জানান, সোমবার সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই বাইকের তেলের চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ততক্ষণে ধাউ ধাউ করে জ্বলছে। আর পুলিশ চেয়ে চেয়ে দেখছে। আমি নিজে আগুন নেভাতে চাইলেও লোকটি আমাকে বাঁধা দেয়। এসময় তিনি ‘দে এবার মামলা দে’ বলে চিৎকার করতে থাকেন।

জানা গেছে, আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।

তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম। তিনি বলেন, তার বাইকের নামে মামলা দেওয়ার জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল। কিন্তু মামলা দেওয়া হয়নি। তার আগেই তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ডিসি রবিউল আরও বলেন, রাজধানীর বাড্ডার লিংক রোডে সব সময় যানজট লেগেই থাকে। সেখানে যান চলাচল স্বাভাবিক করতে রাস্তার পাশে রাখা মোটরসাইকেলগুলো সরানোর জন্য বলা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় মামলা দেওয়ার জন্য তাদের কাগজপত্রগুলো নেওয়া হয়েছিল। মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড্ডা থানায় আছেন বলেও জানান তিনি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর