পূজার “আসছে মা দুর্গা” প্রকাশ পেলো দুই বাংলায়
ডেস্ক নিউজ:কিছুদিন আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত জন্মাষ্টমীর গানে কণ্ঠ দিলেও সংগীত ক্যারিয়ারে প্রথমবারের মতো পূজোর গান গেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী বাঁধন সরকার পূজা।
লিংকনের কথা, সুর ও সংগীত পরিচালনায় দূর্গা পূজার জন্যে তিনি গেয়েছেন “আসছে মা দূর্গা” শিরোনামের গানটি। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) তিনি সেই গান গেয়েছেন দুই বাংলার অসংখ্য শ্রোতা,দর্শক ও ভক্তদের জন্যে।
পূজার গানের এই মিউজিক ভিডিওটি প্রকাশ পেলো তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল PUJA এবং কলকাতার এসকে মুভিজ এর ইউটিউব চ্যানেলে। গানটির রেকর্ডিংয়ের পর এটির ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।
এটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ও টিম। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুমিত ও অর্চিতা স্পর্শিয়া। তাদের সঙ্গে আরও ছিলেন তানজিলা হক ও মোহনা।
পূজা বলেন, এই গানটি করার ক্ষেত্রে প্রথমত উৎসাহ আর অনুপ্রেরণা দিয়েছেন আমার মা প্রণীতা সরকার। মা অনেকদিন ধরেই বলছিলেন একটা পূজার গান করতে। দ্বিতীয়ত, আমি সনাতন ধর্মাবলম্বী। আমার নামও পূজা।
আবার আমার শ্রোতা, দর্শক ও ভক্তদের কাছ থেকেও আবদার ছিল পূজার গান করার। তাছাড়া আমি ছোটবেলায় হামদ ও নাত গেয়েছি। মিডিয়ায় এসে ইতিমধ্যে ঈদের গান করেছি। তাই নিজেরও একটা পরিকল্পনা ছিল পূজার গান করার। আর একজন শিল্পী হিসেবে আমি মনে করি একজন প্রকৃত শিল্পীর সব ধরনের গান করা উচিত।
পূজা জানান, গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে রূপগঞ্জে। ওখানে পরিচালক অনন্য মামুন দূর্গা পূজা মন্ডপের সেট ফেলে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। সেখানে আগে থেকেই দূর্গা প্রতিমা বানিয়ে রাখা হয়েছিল শুটিংয়ের জন্যে।
পূজা আরো বলেন, পরিচালক অনন্য মামুন ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। গানটির ভিডিওতে উনি দারুনভাবে দূর্গা পূজোর আবহ ফুটিয়ে তুলেছেন। ওনার সঙ্গে একদম ছোটবেলা থেকেই আমার পরিচয়। কিন্তু একসঙ্গে কাজ করলাম এবারই প্রথম। মামুন ভাই যে, একজন কুশলী চিত্রনির্মাতা, সেটা সবাই আমার এই মিউজিক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
সুরেলা কণ্ঠের জনপ্রিয় শিল্পী বাঁধন সরকার পূজা বলেন, এটি দূর্গা পূজার গান হলেও কোনো ভক্তিমূলক প্যাটার্নে তৈরি করা হয়নি। এবারের দূর্গা পূজোর মণ্ডপে মণ্ডপে উচুঁ ভলিয়মে বাজানোর মতো সুর ছন্দ আর লয়ে তৈরি করা হয়েছে। গানটির তালে তালে এবার পূজোয় সবাই নাচবেন বলেই আমি বিশ্বাস করি।
পূজা জানান, এটি তার গাওয়া প্রথম পূজোর গান বলেই এটি তিনি নিজের ইউটিউব চ্যানেল PUJA থেকে দূর্গা পূজো উপলক্ষ্যে প্রকাশ করলেন। পাশাপশি ওপার বাংলার দর্শক শ্রোতা ভক্তদের জন্যে কলকাতার এসকে মুভিজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন।
নিজের চ্যানেল থেকে পূজা সর্বশেষ ” নগদ প্রেম” নামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। মিউজিক ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=37nA64mi1m0&ab_channel=Puja ছায়াছন্দ