পটিয়ায় রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত পৌনে ৮ টার দিকে পটিয়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগা রেস্তোরাঁর নাম নোঙর। জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনি ত্রিপুরা।
তিনি জানান, খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
এমআই/চখ